চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কমলা চাষে কৃষক কতোটা সফল?

মৌলভীবাজারে এ বছর কমলার বাগান করে সফল হয়েছে চাষি। কৃষি বিভাগের সহযোগিতা ও আবহাওয়া অনুকূল থাকায় কমলার ভালো ফলন পাওয়া গেছে।

মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া উপজেলার পাহাড়ি এলাকায় আড়াইশ’ একর জমিতে কমলার বাগান করা হয়েছে। জেলার চারশ’রও বেশি চাষি কমলা উৎপাদনের সাথে জড়িত। মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলের কমলা সুমিষ্ট ও রসালো হওয়ায় দেশজুড়ে কদর রয়েছে।

কমলা চাষিরা জানায়, এবার মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় ভালো ফলন হয়েছে । শীত ও কুয়াশা শুরু হলে কমলা মিষ্টি বেশি হয় ও পাকা শুরু করে। কিন্তু ফল পাকার মৌসুম শুরুর আগেই পোকার আক্রমণ ও রোগবালাইয়ের কারণে পাতা হলুদ হয়ে কিছু কিছু গাছে মড়ক দেখা দিয়েছে।

এ অবস্থায় সময়ের একমাস আগেই কমলা বিক্রির পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

দেশি কমলার ঐতিহ্য ধরে রাখতে কমলা চাষ উন্নয়ন প্রকল্প চালুসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা চেয়েছে কমলা চাষিরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: