চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজু আলীমের জন্মদিনে কবিতা আবৃত্তি ও প্রকাশনা উৎসব

তরুণ কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এর জন্মদিন আগামীকাল (৫ মার্চ)। এ উপলক্ষ্যে আগামীকাল বিকেল ৫ টায় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে কবি সংসদ বাংলাদেশ এর উদ্যোগে রাজু আলীম এর পাঁচটি বই বইয়ের প্রকাশনা ও আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়েছে। বইগুলো হচ্ছে ‘আকাশ জলের প্রেমিক’, ‘পতেঙ্গার ঘোড়া’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘নতুন প্রজন্মের জয়’ এবং ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’।

উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংষ্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের অর্থসচিব ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব হেদায়েতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নাসির আহমেদ, জাতীয় কবিতা পরিষদ এর সাধারণ সম্পাদক তারিক সুজাত, আবৃত্তি সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ এবং বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ। উৎসবে বিশিষ্ট আবৃত্তিশিল্পী আতাউর রহমান, শিমুল মুস্তাফা, আহ্কাম উল্লাহ, রূপা চক্রবর্ত্তী, সামিউল ইসলাম পোলাকসহ দেশ সেরা আবৃত্তিকাররা আবৃত্তি করবেন। এছাড়া অনুষ্ঠানে রাজু আলীম এর রচনা এবং পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘প্রজাপতির সুখ দুঃখ’ প্রদর্শিত হবে।

কবি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম।

চ্যানেল আইয়ের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত কবি রাজু আলীম ‘সবার উপরে শরীর সত্য’, ‘দূরন্ত পাখির ঘ্রাণ’, ‘অফিস স্পাউস’, ‘আগুন সুন্দরী’, ‘আহ! প্রজাপতি’, ‘ভালোবাসার নীল ময়ূরী’, ‘মুক্তিযুদ্ধ ও ভালবাসার চিত্রনাট্য’, ‘নির্বাচিত দু:খ কষ্ট’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘নতুন প্রজন্মের জয়’ এবং ‘১০টি টিভি নাটক’ ইত্যাদি বইয়ের লেখক। তার পরিচালনা, প্রযোজনা এবং নাট্যরূপে ৩০ টির বেশি নাটক ও টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা, ‘পতেঙ্গার ঘোড়া’ গল্পের জন্যে সুনীল সাহিত্য পুরস্কার, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, বিজনেস এশিয়া মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরষ্কার।