চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কথাবার্তায় কাজ না হলে নর্থ কোরিয়ায় মার্কিন আক্রমণ অবধারিত

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নর্থ কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর আগেই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কূটনৈতিক কথাবার্তায় কাজ না হলে নর্থ কোরিয়ায় মার্কিন আক্রমণ অবধারিত।

আর পরীক্ষা চালানোর পর পেন্টাগন প্রধান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্র বা এর বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি যে হুমকিই সৃষ্টি করুক, তার জবাব শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে দেয়া হবে।

নর্থ কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ের পর এ মন্তব্য করলেন তিনি।

নর্থ কোরিয়া বারবারই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে এসেছে। দেশটি এমন মিসাইল তৈরির দাবিও করেছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব।

তবে হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্রের নিজেকে এবং এর মিত্র সাউথ কোরিয়া ও জাপানকে রক্ষা করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। অবশ্য এরপরও তিনি সবার আগে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও প্রয়োগ বন্ধের পক্ষে আশাবাদী উল্লেখ করে বলেন, ‘কারণ আমরা নর্থ কোরিয়া বা অন্য কোনো দেশের পুরোপুরি ধ্বংস চাইছি না।’

রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র মাধ্যমে নর্থ কোরিয়া জানায়, তারা একটি ছোট আকারের, কিন্তু খুবই শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরি করতে সফল হয়েছে, যা দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে ওয়ারহেডে বসানো যাবে।

এ তথ্য প্রকাশের কিছু সময় পরই ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নর্থ কোরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও এর আশপাশের এলাকা। প্রথমে শুধু ধারণা থাকলেও পরে পিয়ংইয়াং জানায়, তারা পারমাণবিক বোমাটির পরীক্ষা চালিয়েছে।নর্থ কোরিয়া

এ ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ও নিন্দার ঝড় অব্যাহত রয়েছে। ট্রাম্প টুইটারে লিখেছেন, নর্থ কোরিয়ার কথাবার্তা ও কর্মকাণ্ড দু’টোই বিপদজনক।

নর্থ কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে জাতিসংঘকে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই-ইন।

চীনও পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে। সঙ্কট নিরসনে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।