চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজার সৈকত পরিষ্কার করলেন পরিবেশকর্মীরা

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিষ্কার শুরু করেছে পরিবেশকর্মী। এতে পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপলসহ বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক পরিবেশকর্মী অংশ নেন।

বুধবার দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেন। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়।

এরমধ্যে ‘এনভায়রনমেন্ট পিপল’কে দায়িত্ব দেওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত। বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় দুপুর ১ টার দিকে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।

দুপুর ১১ টার দিকে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশকর্মীরা সী-গাল পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় সাগরের ঢেউই একটি মৃত কচ্ছপ ভেসে আসে। পরে এনভায়রনমেন্ট পিপলের কর্মীরা সেটি সৎকার করে।