চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভবিষ্যৎ পৃথিবীর গল্পে জ্যাকি শ্রফ যেমন

সম্প্রতি প্রকাশিত হয়েছে একদম ভিন্ন গল্প নিয়ে সাই-ফাই কমেডি ওয়েব সিরিজ ‘ওকে কম্পিউটার’ এর ট্রেলার। এরপর পরই দর্শকদের কৌতূহল যেনো বেড়েই চলেছে! কিন্তু কেন? কী আছে ট্রেলারে?

মূলত ‘ওকে কম্পিউটার’ ওয়েব সিরিজটির গল্প ও প্রেক্ষাপটই একে সম্পূর্ণ আলাদাভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চলেছে। সে ইঙ্গিতই আছে ট্রেলারে। পাশাপাশি ওয়েব সিরিজটির চরিত্রগুলোও বেশ আলাদা ঘরানার।

এরমধ্যে জ্যাকি শ্রফের চরিত্রটি বেশ আকর্ষণীয়। যার আঁচ ট্রেলারেও পাওয়া গেছে।

পুরো ট্রেলারের কোথাও জ্যাকি শ্রফের গায়ে কোন কাপড় দেখা যায়নি।সে প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলছেন, আমার চরিত্রটি মূলত প্রযুক্তির কারণে পরিবেশ কতটা ক্ষতিগ্রস্থ হয় তা উপস্থাপন করা। আশা করি দর্শক আমার চরিত্রটি উপভোগ করবেন।

ভবিষ্যত পৃথিবীকে কল্পনা করেই গড়ে উঠেছে গল্পের পটভূমি। যেখানে কম্পিউটার, প্রযুক্তি, বিজ্ঞান এক বড় জায়গা করে নিয়েছে। মানুষের সঙ্গে প্রযুক্তির অন্তর্দ্বন্দ্ব ও টানাপোড়েনকে ফুটিয়ে তুলবে এই সিরিজ। পাশাপাশি এই শতাব্দীর একটা বড় প্রশ্ন তুলে ধরবে।

জ্যাকি শ্রফ বলেন, ভারতীয় দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে ‘ওকে কম্পিউটার’। এটি সায়েন্স ফিকশন সিরিজ হলেও বিষয়বস্তুর দিক থেকে একটা ভিন্ন স্বাদ দেবে। ২০৩১ সালের প্রেক্ষাপটে উত্তর গোয়ার কোনও উপকূলবর্তী এলাকায় গড়ে উঠেছে এর কাহিনী।

জ্যাকি শ্রফ ছাড়াও আসন্ন এই ওয়েব সিরিজটির মূল ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তে, বিজয় বার্মা, রসিকা দুগল সহ আরো অনেককেই। ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন পূজা শেট্টি ও নেইল পেইজদার।  আগামী ২৬ মার্চ ডিজনি+হটস্টার ভিআইপি ও ডিজনি+প্রিমিয়াম এ প্রিমিয়ার হবে।