চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এ শহর বেকারদের জন্য না!

মফস্বল শহর থেকে জীবিকার তাগিদে রাজধানীতে আসা এক সংগ্রামী তরুণের ভূমিকায় অভিনয় করলেন অ্যালেন শুভ্র। তার সঙ্গে আরও অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।

তাদের দুজনকে নিয়ে ‘এ শহর আমার জন্য না’ নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলু। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকের গল্পে দেখা যাবে, লেখাপড়া শেষ করে ঢাকায় চাকরীর খোঁজে আসেন অ্যালেন শুভ্র। কিন্তু কোনো উপায় খুঁজে পান না। বরং পদে পদে তিনি হয়রানীর শিকার হতে থাকেন। এর সঙ্গে উঠে আসবে বেকারত্বের মর্মান্তিক জ্বালা। তখনই অনুভব করেন এ শহর বেকারদের জন্য না।

সমাজের বাস্তব এমন চিত্র নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, গল্পের মূল বিষয় হচ্ছে, গ্রাম থেকে উঠে আসা এক তরুণের সাবলম্বি হওয়ার সংগ্রাম। যেটি একেবারে মৌলিক গল্পকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে।

নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী সালহা খানম বলেন, পরিবারের সংকট, নাটকীয়তা ছাড়াও এখানে লাভ স্টোরি রয়েছে।

মমিন আজাদের গল্পে ‘এ শহর আমার জন্য না’ নাটকে অ্যালেন-শুভ্র এবং সালহা খানম ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সিয়াম নাসির, প্রিয়াঙ্কা মনি প্রমুখ।

নির্মাতা জানান, শিগগির নাটকটি একটি বেসরকারি টিভি প্রচার হবে, এরপর অবমুক্ত হবে ইউটিউবে।