চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এ’ দলে করোনার হানা, স্থগিত সিরিজ

করোনাভাইরাসের হানায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মধ্যকার সিরিজটি। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, চট্টগ্রামে এইচপি ক্যাম্প চলবে।

‘এ’ দলের সদস্য পেসার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজিটিভ হন। তারপরই ওয়ানডে ও চার দিনের ম্যাচের সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি।

আবু জায়েদ গত বছরও করোনায় আক্রান্ত হয়েছিলেন। দুইবার কোভিড পজিটিভ হওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি।

সাত সপ্তাহের ক্যাম্প করার জন্য এখন চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের এইচপি ইউনিট। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা ছিল তাদের।

২ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি।

বিসিবি সূত্রে জানা গেছে, সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। আবু জায়েদ রাহি দুই পরীক্ষাতেই পজিটিভ হন। এছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেনের প্রথম দফার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলেও দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছে।