চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এসি মিলান এখন চীনাদের

একটা পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। ফুটবল পরাশক্তি থেকে রীতিমতো দুর্বল তকমা পাওয়া এসি মিলানকে বাঁচাতে নিজের ‘সর্বোচ্চ’ চেষ্টাই করলেন সিলভিও বারলুসকোনি। চীনা প্রতিষ্ঠান রোজেনরি স্পোর্টস ইনভেস্টমেন্ট লাক্সের কাছে এসি মিলানকে বিক্রি করে দিয়ে সদ্যই সাবেক মালিক হয়ে গেলেন এই ইতালীয় ধনকুবের।

ক্লাব বিক্রি বাবদ চীনা প্রতিষ্ঠানটির কাছ থেকে ৭৪০ মিলিয়ন ইউরো পাবেন বারলুসকোনি। আর এই মালিকানা হস্তান্তরে ক্লাবটির উল্লেখযোগ্য আর্থিক পরিবর্তন আসবে বলে মনে করেন সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী।

১৯৮৬ সালে ক্লাবটির মালিকানা কিনে নেন বারলুসকোনি। তার মালিকানায় ৮ বার সিরি আ এবং ৫ বার ইউরোপীয় শিরোপা জেতে এসি মিলান। কিন্তু নারীঘটিত কেলেঙ্কারি এবং দুর্নীতির কারণে ইতালির প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। আর এর সাথে শুরু হয় এসি মিলানেরও পতন।

২০১১ সালের পর আর সিরি আ জেতা হয়নি তাদের। গত তিন মৌসুমে লিগ শেষ করেছে সপ্তম, দশম এবং অষ্টম স্থানে থেকে।