চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এসডিজি পূরণে জাতিসংঘের ‘ওয়াইফাই’ উদ্যোগে সাড়া দিচ্ছে বাংলাদেশ

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র ৫ নম্বর লক্ষ্য অর্জনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব আইসিটি ডেভেলপমেন্ট যৌথভাবে জাতিসংঘের এশিয়-প্রশান্ত মহাসাগরীয় আইসিটি প্রকল্পের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘উইমেন ইন অ্যান্ড আইসিটি ফ্রন্টিউয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই)’ বাস্তবায়নে কাজ করবে।

এ উপলক্ষ্যে আগামী ১৫ মার্চ সকাল ১০.৩০টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘ওয়াইফাই’ এর উদ্বোধনের আগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট, বাংলাদেশে ইউএন-উইমেন এর প্রতিনিধি মিজ ক্রিস্টিন হান্টার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী ।