চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমপিওভুক্তির দাবিতে টানা চতুর্থদিনের মত শিক্ষকদের অবস্থান

এমপিও ভুক্তির দাবিতে টানা চতুর্থদিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সাড়া না পেয়ে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।

সরকারি সকল নিয়ম-কানুন কঠোরভাবে মানতে হলেও, পাচ্ছেন না সরকারি কোনো বেতন-ভাতা। মানবেতর জীবনের কথা তুলে ধরে দাবি আদায়ের জন্য দেশের নানা প্রান্ত থেকে এসেছেন জাতীয় প্রেসক্লাবের সামনে। শুধু নিজে নয়, ছোট সন্তানকে সঙ্গে এনেছেন অনেকে।

পরিবারের প্রতি দায়িত্ব পালনে তাদের অপারগতার কথাই তুলে ধরলেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষকেরা। দাবি পূরণ হলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং বই উৎসবে অংশ নিতে চান তারা।