চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমন হত্যাযজ্ঞ কখনো দেখেনি বিশ্ব

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পৈশাচিক হত্যাযজ্ঞ চালানোর জন্য পাকিস্তানি বাহিনী যে আক্রমণ করবে তা আগেই জেনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আক্রমণ হলে স্বাধীনতার ঘোষণাসহ যা যা করার প্রয়োজন তার সব কিছুরই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান। কিন্তু আড়ালে ছিলো ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। ২৫ মার্চ ১৯৭১ বিকেল সাড়ের পাঁচটার পর ঢাকার প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল ইয়াহিয়া চলে যান এয়ারপোর্টে। সেখান থেকে সরাসরি করাচি। যাবার আগে নির্দেশ দিয়ে যান নিরস্ত্র বাঙালী ওপর সশস্ত্র হামলার।