চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এভাবে বিপথগামী হচ্ছে প্রজন্ম!

তরুণ প্রজন্মের কেউ কেউ জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক নঈম নিজাম।

তিনি লিখেছেন,

“নাঙ্গলকোটের প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতার ফোনে সকালে ঘুম ভাঙ্গলো। তিনি এলাকার একজন বিশিষ্ট শিক্ষাবিদও। বললেন, ৬ মাস আগে তার ভাতিজাকে সাদা পোষাকে গ্রামের বাড়ি থেকে কারা যেন তুলে নিয়েছিলো। অনেক খোজাঁখুজি করেন। পাননি। তখন আমাকে এবং স্থানীয় মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলেন। কেউ সন্ধান দিতে পারেননি। একদিন আগে পুলিশ সাংবাদিকদের বললো, ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে ছেলেটি আটক। তিনি বললেন, কাউকে কিছু বলতে পারছি না লজ্জায়। ছেলেটির বিরুদ্ধে অভিযোগ জঙ্গিবাদের। পুলিশ বলছে, পুরান ঢাকার এক ব্লগার হত্যাকান্ডের সঙ্গে ছেলেটি জড়িত। ভদ্রলোক আরও বললেন,আমি মুক্তিযোদ্ধা। আমাদের পরিবারকে দক্ষিন কুমিল্লার সবাই চেনেন। ছেলেটি ঢাকায় পড়তো। কিভাবে যে কি হলো? আটকের আগে হঠাৎ বাড়ি আসলো ছেলেটি। মা বাবার আদরে থাকার সময় একদিন বাড়িতে আসলো আইন প্রয়োগকারী সংস্থা। তারপর খবর নেই। এখন জানলো….ছেলেটি…। আবেগময় কন্ঠ…। খবরটা শুনে মনটা খারাপ হলো। আহারে এই ধরনের পরিবারের ছেলেগুলো এভাবে ধ্বংস হবে কেনো? নষ্ট হবে কেনো?”