চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতের কসমস ব্যাংকের সার্ভার হ্যাক করে ১০০ কোটি রুপি চুরি

ভারতের কসমস ব্যাংকের সার্ভার হ্যাক করে প্রায় ১০০ কোটি রুপি হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। ব্যাংকটির এটিএম ব্যবস্থায় ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়ে ২৮ টি দেশে স্বয়ংক্রিয় উপায়ে টাকা তুলে নেয় সাইবার অপরাধীরা।

বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ব্যাংকটি জানায়, অজ্ঞাত হ্যাকাররা দেশের বাইরে কসমসের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) সার্ভার হ্যাক করার মাধ্যমে মাত্র দু’ঘণ্টায় ৮০ কোটি রুপিরও বেশি তুলে নেয়। শুধু এটিএম মেশিন নয়, তিন দফায় হংকং ভিত্তিক একটি কোম্পানির একাউন্টে সুইফট নেটওয়ার্ককে ধোঁকায় ফেলে প্রায় ১৪ কোটি রুপি পাঠায় হ্যাকাররা।

তবে এ ব্যাপারে এখনো কোন মন্তব্য করেনি বৈশ্বিক অর্থ লেনদেনের ম্যাসেজিং সিস্টেম ‘সুইফট’। ভারতের পুনে ভিত্তিক ব্যাংকটির অর্থ চুরির বিষয়টি তদন্ত করছে দেশটির পুলিশ।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রর ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করে সাইবার অপরাধীরা। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হলে তৎকালীন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।