চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের ‘স্বপ্নবিলাস’

যে শ্রীলঙ্কাকে নিয়ে দুর্দশার শুরু, তাদের হাত ধরেই পরিত্রাণ পেয়েছে পাকিস্তান। কোনো বিপদ ছাড়াই লাহোরে একটি টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করেছে তারা। এবার বাংলাদেশকে ডেকে নিয়ে খেলানোর স্বপ্ন দেখছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিমবাসে জঙ্গি হামলার পর আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য ছিল পাকিস্তান।

চলতি বছরে পিএসএলের ফাইনাল হয়েছে লাহোরে। সেই ফাইনালে খেলেছেন টাইগার ব্যাটসম্যান এনামুল হক। বিশ্ব একাদশের হয়ে খেলে এসেছেন তামিম ইকবাল। তার আগে বাংলাদেশ নারী দলও ক্রিকেট খেলতে যায়। শুধু পুরুষদের জাতীয় দলকে নিতে পারেনি পিসিবি। এবার তারা সেই স্বপ্ন দেখছে।

‘আমরা বিশ্ব একাদশ এবং শ্রীলঙ্কাকে লাহোরে আনতে পেরেছি। এবার চেষ্টা করছি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকাকে নিয়ে আসতে। আশা করছি ১২ মাসের মধ্যেই পাকিস্তানে আসবে তারা,’ দ্য ডনকে বলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী।