চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার শুরুর প্রথম দিনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রশ্নপত্র ফাঁস গুজব ছাড়া কিছু নয়, কেউ কেউ গুজব ছড়াতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছেন। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মন্দ খবর শোনা যায়নি। সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, পিইসি পরীক্ষার পরিবর্তে অষ্টম শ্রেণীতে একটি পরীক্ষা নেয়ার সুপারিশ মন্ত্রিসভায় বাতিল হওয়ার কারণেই পঞ্চম শ্রেণীতে বাড়তি পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষানীতির পূর্ণ বাস্তবায়ন হলে ভবিষ্যতে আর পিইসি পরীক্ষা হবে না বলে তিনি জানান।

দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সারা দেশে মোট ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫শ’৯ জন এবং ইবতেদায়িতে অংশগ্রহণ করে ২লাখ ৯১ হাজার ৫শ’৬৬ জন শিক্ষার্থী।

এবার দুই হাজার প্রাথমিকে ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ পরীক্ষার্থী অংশ নেয় ।