চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার পূজোয় আয় কম প্রতিমা কারিগরদের

শত বছর ধরে জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হলেও এবারের চিত্র ভিন্ন। প্রতিবছর দেশি-বিদেশি হাজারো দর্শনার্থী সমাগমে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু করোনার প্রভাবে এবার অনেকটাই নিরানদুর্গা উৎসবের আয়োজন করছেন পূজারীরা।

এদিকে পূজা উৎসবে কিছুটা অনিশ্চয়তা ও অর্থের যোগান না থাকায় প্রতিমা তৈরিতে কারিগরদেরও নেই তেমন ব্যস্ততা। প্রতিবছর কারিগররা বেশকিছু প্রতিমা তৈরি করলেও এবার মাত্র দু-চারটি প্রতিমাই তৈরি করছেন তারা। এতে তেমন কোনো আয়ও হচ্ছে না। শুধুমাত্র দায়বদ্ধতা থেকেই প্রতিমা তৈরি করছেন বলে জানান কারিগররা।