চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার নির্বিঘ্নে কলেজ যেতে পারবে মেয়েটি

কলেজছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত। এরপর থেকে কলেজে যাওয়ার সময় রাস্তায় আর ক্রমাগত হয়রানির শিকার হতে হবে না চিকনিকান্দি কলেজে ২য় বর্ষে পড়া মেয়েটিকে। 

আটক বখাটের নাম সিদ্দিকুর রহমান। সে মাঝগ্রামের বালু হাওলাদারের পুত্র। এর আগেও সে জেল খেটে এসেছে। গত ছয় মাসে বখাটের অত্যাচারে অতিষ্ঠ ছিলো মেয়েটি ও তার পরিবার। বন্ধ হয়ে যেতে বসেছিলো মেয়েটির পড়াশোনাও। স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও কোনো লাভ হয়নি।

পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, মেয়েটি কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে। তাদের নিষেধ বখাটে কানেই তোলেনি। পরে কলেজ অধ্যক্ষ অভিযোগটি প্রশাসনের কাছে পাঠিয়ে দেন।

শুক্রবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথরোধ করলে মোবাইল কোর্টের নির্দেশে টেম্পু স্ট্যান্ডেই বখাটেকে আটক করা হয়।

এরপর দণ্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।