চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার দেশেই তৈরি হল বিপিএলের ট্রফি

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগে ট্রফি সামনে রেখে অধিনায়কদের ফটোসেশন পর্বটি পূর্ণতা পেল না সাকিব আল হাসান অনুপস্থিত থাকায়। ফরচুন বরিশাল অধিনায়ক পেটের পীড়ায় আসতে পারেননি মাঠে। সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস মিরপুরে সেরেছেন আনুষ্ঠানিকতা। যে ট্রফির জন্য শুক্রবার দুদল লড়াইয়ে নামবে, সেটি তৈরি হয়েছে বাংলাদেশেই।

বিপিএলের গত কয়েকটি আসরের ট্রফি আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। লন্ডনের ‘ইংকারম্যান’ প্রস্তুত করে বিপিএলের ট্রফি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি ট্রফি তৈরির দায়িত্ব দেয় প্রতিষ্ঠানটিকে। যারা তৈরি করে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিও।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এবার করোনা পরিস্থিতির কারণে বিসিবি স্থানীয় শীর্ষ একটি প্রতিষ্ঠানকে ট্রফি তৈরির দায়িত্ব দেয়। আগের নকশাতেই গোল্ড প্লেটিংয়ে করা হয়েছে যেটি।

২০১৯ সালে বিপিএলের সপ্তম আসরে ট্রফি বানাতে খরচ হয়েছিল ১৫ থেকে ১৬ লাখ টাকা। বিসিবি সূত্রে জানা গেছে, এবার বাংলাদেশে তৈরি হওয়ায় ব্যয় কমেছে উল্লেখযোগ্য হারে।