চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ঘরমুখো মানুষদের যানজটে পড়তে হবে না: কাদের

ঈদের আগের যানজট থেকে রেহাই পেতে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরাও ছুটছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের  দাবি করেছেন, এবার আগে ভাগেই উদ্যোগ নেয়ায় ঘরমুখো মানুষদের যানজটে পড়তে হবে না।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদুল ফিতরে বাড়ি যাওয়ার ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ হয়েছে ৬ জুন। ১০ জুন থেকে ঈদ যাত্রা শুরু হবে। তবে ঈদের সময় ট্রেনের শিডিউল বিপর্যয় এবং নানা ঝক্কি ঝামেলা থেকে রেহাই পেতে অনেকেই কয়েকদিন আগেই বাড়ি যাচ্ছেন।

বাস টার্মিনালেও একই চিত্র। সেখানেও যানজট থেকে মুক্তি পেতে মানুষ আগেভাগেই ঢাকা ছাড়ছেন। সড়ক পথে এখনো তেমন যানজট নেই বলে জানিয়েছেন চালকরা।

ঈদযাত্রার প্রস্তুতি দেখতে মেঘনা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।উল্টোপথে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন মন্ত্রী।

বিস্তারিত দেখুন শাকের আদনানের ভিডিও রিপোর্টে