চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার ইংল্যান্ডকে নাচাচ্ছে কোহলির ভারত

প্রথম ইনিংসে ৩ রানের জন্য হতাশায় পড়েছিলেন, সেঞ্চুরি যে হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে সেই ৩ রানই যেন বেশি করলেন বিরাট কোহলি! তবে সেটির সঙ্গে আরও একশ যোগ করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরিটাও। ভারত অধিনায়কের ১০৩ রানে ভর করে ইংল্যান্ডের সামনে ৫২১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে ২ উইকেটে ১২৪ রানে ক্রিজে আসে ভারত। ৭ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। আগের দিনই ২৯২ রানে থাকা লিডটা তখন পাঁচশ পেরিয়ে গেছে। কারণ প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড ১৬১ রানে গুটিয়ে গেলে দেড়শ পেরোনো লিড জমে ছিল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য সাবধানী শুরু করেছে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়েই ২৩ রান তুলে দিন শেষ করেছে। কুক ৯ ও জেনিংস ১৩ রানে চতুর্থ দিনের লড়াই শুরু করবেন। স্বাগতিকদের যদিও জিততে কেবল পাহাড়ই টপকাতে হবে না, অন্তত ম্যাচটা বাঁচাতে পঞ্চম দিনও সামলাতে হবে প্রতিরোধে। উদ্দীপ্ত ভারতের সামনে সেটাই এখন বড় পরীক্ষার।

সকালে চেতেশ্বর পূজারা ৩৩ ও কোহলি ৮ রানে ক্রিজে আসেন। তাদের জুটিটা যখন ভাঙে, ততক্ষণে ১১৩ রান যোগ করে ফেলেছে। পূজারা ৭২ রানে ফেরার পর ধীরস্থির কোহলি সেঞ্চুরির দিকে এগিয়েছেন। ১০৩ রানে ওকসের বলে এলবি হন, তখন ১০ চারে সাজানো ইনিংসটি ১৯৭ বলের। প্রথম ইনিংসে ৯৭-এ থেমে শতক হাতছাড়া করেছিলেন।

কোহলির পর রাহানে ২৯ ছাড়াও ঝটপট রান তুলতে অবদান রেখেছেন হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডার ৭ চার ও এক ছয়ে ৫২ বলে ঠিক ৫২ করে অপরাজিত ছিলেন ইনিংস ঘোষণার সময়। ইংলিশদের প্রথম ইনিংসে মাত্র ২৯ বলের স্পেলে ৫ উইকেট তুলে নিয়েছেন। টেস্টের উপযোগী অলরাউন্ডার নন, এই সমালোচনার ভালোই জবাব দিচ্ছেন পান্ডিয়া।