চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এফবিসিসিআই নির্বাচনে জয়ী মাতলুব আহমাদের ‘উন্নয়ন পরিষদ’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বি-বার্ষিক নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের নেতৃত্বে উন্নয়ন পরিষদ ৩২ পরিচালক পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে। চেম্বার গ্রুপ থেকে ১২টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩টি পদে জয়ী হয় তারা।

চেম্বারের নির্ধারিত ১৬টি পরিচালক পদের মধ্যে মাতলুব আহমাদের প্যানেল পায় ১২টি পদ। এরপর আসে অ্যসোসিয়েশন গ্রুপের ফল। এখানে উন্নয়ন পরিষদ জেতে ১৩টি পদ।

নির্বাচনে জয়লাভের পর উন্নয়ন পরিষদের মাতলুব আহমাদ তার প্রতিশ্রুতি পূরণের কথা জানান।

শনিবার সকাল থেকে রাজধানীর মতিঝিলে সারাদেশের ব্যবসায়ীদের নিয়ে গঠিত ৭৮ টি চেম্বার ও ৪৩০ টি এসোসিয়েশন নিয়ে গঠিত এফবিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা শুরু হয়ে চলে ভোর পর্যন্ত করা হয়।

৩২ টি পরিচালক পদের জন্য ভোট দিয়েছেন ভোটাররা।

ভোটের লড়াইয়ে নামে তিনটি প্যানেল। মাতলুব আহমেদর নেতৃত্বে উন্নয়ন পরিষদ, মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেমের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

মোট ৫২ টি পরিচালক পদের বাকি ২০ টিতে বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের মনোনীত ব্যক্তিরা পরিচালক হবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ২ হাজার ২’শ২ জন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৪৩৬ জনের মধ্যে ভোট দিয়েছে ৪১৮ জন। অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭শ ৬৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৫শ ৩২ জন। মোট ভোট পড়েছে ৮৯ শতাংশ।

আগামীকাল পরিচালকরা ভোট দিয়ে সভাপতি ও দু’জন সহসভাপতি নির্বাচন করবেন।