চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এপ্রিলে ‘ভ্যাট এলটিইউ’র রাজস্ব আয় বেড়েছে ৪০ শতাংশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে মূল্য সংযোজন করের (ভ্যাট) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) চলতি ২০১৭-১৮ অর্থবছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে। এ সময়ে এলটিইউ ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। ২০১৬-১৭ এপ্রিল মাসে এলটিইউয়ের রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ এবং প্রতিষ্ঠান পরিদর্শন, ভ্যাট অডিট ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় এ বছর রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এর ফলস্বরূপ গত এপ্রিল মাসে ৪ হাজার ৬৬১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৭০৯ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে।

তিনি বলেন, ‘বছরের শুরুতে আমরা প্রতিষ্ঠানভিত্তিক একটি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করি, এর আলোকে প্রতি মাসে ২ বার কর্মপরিকল্পনার অগ্রগতি মনিটারিং করা হয়। যেখানে দাখিলকৃত রিটার্ন পুরোটা পরীক্ষা করে দেখা হয়, তারা রেয়াত সঠিকভাবে বা বেশি নিয়েছে কিনা অথবা উৎসে কর দিচ্ছে কিনা। এভাবে গত ২ বছরে ২ হাজার কোটি টাকার কর ফাঁকি উদঘাটন করা হয়। এর মধ্যে ১ হাজার ২৬৫ কোটি টাকা ইতোমধ্যে আদায় হয়েছে।’

বকেয়া আদায় কার্যক্রম জোরদার করায় সেখান থেকেও বড় অংকের রাজস্ব আয় এসেছে বলে তিনি জানান।
মতিউর রহমান বলেন, ৩ হাজার ২৪ কোটি টাকার মামলা চলমান রয়েছে। আশা করছি, যদি উচ্চ আদালতের সহযোগিতায় সেটা আদায় করতে পারব।

চলতি অর্থবছরে জুলাই-এপ্রিল সময়ে এলটিউউ ৩৬ হাজার ৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।