চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এন্নিও মরিকোনে: সিনেমায় সংলাপের বিকল্প ছিল যার সুর

ওয়েস্টার্ন মুভির নাম নিলেই সিনেমাপ্রেমীদের এখনো কানে বেজে উঠে ‘দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি’ সিনেমার সেই বিখ্যাত থিম সং। এই থিম সং এর স্রষ্টা ছিলেন ইতালিয়ান কম্পোজার এন্নিও মরিকোনে। সোমবার রোমে ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করছেন এই কালজয়ী কম্পোজার।

সার্জিও লিয়নের স্প্যাগেটি ওয়েস্টার্ন বা ইতালীয় ওয়েস্টার্ন ধারার সিনেমার সংগীত নির্মাণ করে জনপ্রিয় ওয়ে ওঠেন এন্নিও। সিনেমায় সংলাপের বিকল্প হয়ে ওঠে তার সুর। সংলাপহীন দৃশ্যে তার সুর বেজে উঠলে রোমাঞ্চ তৈরি হতো দর্শকের মনে। ডেজ অব হ্যাভেন, দ্য মিশন, ব্যাটল অব আলজিয়ার্স, দ্য হেটফুল এইটের মতো আলোচিত ছবিগুলোর কম্পোজার তিনি।

হলিউড, ইতালির সিনেমা জগত— সব মিলিয়ে ৫০০টিরও বেশি মিউজিক স্কোর তৈরি করেছেন এন্নিও। ১৯৭৮ ফিফা ফুটবল বিশ্বকাপের থিম সং তারই সৃষ্টি।

অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব, ইতালিয়ান গোল্ডেন গ্লোব, বাফটা, সিলভার রিবন-সহ বিশ্বের প্রায় সব সেরা পুরস্কার পেয়েছেন তিনি। সর্বশেষ অস্কার পেয়েছেন ২০১৬ সালে ‘দ্য হেইটফুল এইট’ সিনেমার জন্য।

শ্রোতাদের মনে আজীবন বিশেষ জায়গা নিয়ে থাকবেন কিংবদন্তি এই কম্পোজার। তার পাঁচটি সুর দিয়ে সাজানো হলো ফিচারটি।

দ্য ডলার্স ট্রিলোজি (১৯৬৪-১৯৬৬):

দ্য ব্যাটল অব আলজিয়ার্স (১৯৬৬):

দ্য বিগ গানডাউন (১৯৬৮):

ডেইজ অব হ্যাভেন (১৯৭৮):

দ্য আনটাচেবলস (১৯৮৭):