চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী ছড়িয়েছে। বাংলাদেশেও বাড়ছে সংক্রমণ-মৃত্যু। আতঙ্কিত মানুষ। কেউ কেউ থাকছেন ঘরবন্দী, কেউ মানছেন না বাঁচার চেষ্টার নিয়মগুলো। বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররা মানুষকে সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চালাচ্ছেন প্রচারণা।

মাশরাফী বিন মোর্ত্তজা সোমবার ফেসবুকে দিয়েছেন সচেতনতামূলক এক বার্তা। কবি হেলাল হাফিজের কবিতা টুকে লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

নন্দিত কবি হেলাল হাফিজ তার কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’তে লিখেছিলেন, ‘এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়।’

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সেটি অনুকরণ করেই মাশরাফী লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়… নিরাপদে থাকুন, ঘরে ভেতরে থাকুন।’

১৯ মার্চও নিজের ফেসবুক পাতায় ভিন্নধর্মী ভাবে সচেতনতার বার্তা দিয়েছেন মাশরাফী। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক, মাঠে ম্যাশকে জড়িয়ে ধরা ওই ভক্তের সেই ছবি আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিল। সেটি পোস্ট করে মাশরাফী লিখেছেন, ‘না, এভাবে কাছে আসা যাবে না। না, এভাবে নিজের পরিচিত বা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না।’