চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থীকে

ফেনীতে হামলার শিকার হয়ে অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে তার চিকিৎসা বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে ঢাকার বার্ন ইউনিটের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের দেয়া কিছু গাইড লাইন মেনে দুই দেশের যৌথ ব্যবস্থাপনায় চিকিৎসা চলবে।

নুসরাতকে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা হলে সোমবার ৭ জনকে আটক করা হয়।

গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাত জাহান রাফিকে বোরকাপরা কিছু মুখোশধারী তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।