চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়ায় ৮ বছরের শিশুর মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়। সে ওই গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা ৭/৮ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।

ডা. মো. জসিমউদ্দিন শিশুটির পরিবারের বরাত দিয়ে বলেছেন, ওই শিশুটি ৬/৭ দিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলো। রোববার সকাল পৌনে ৮টায় সে মারা যায়।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের বাড়ির লোকদের তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে। বিষয়টি টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।