চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক যুগ পর গৈদারটেকে পরিচ্ছন্ন রাস্তা

এক যুগ পর পরিচ্ছন্ন রাস্তা দিয়ে চলাচলে খানিকটা স্বস্তি ফিরেছে ঢাকা উত্তর
সিটির ১০ নম্বর ওয়ার্ডবাসীর মনে। তবে জলাবদ্ধতা নিয়ে আছে দুইরকম চিত্র।

গাবতলী বাস টার্মিনালের পশ্চিমের এই সবুজ ধানক্ষেত বলে দেয় জলাবদ্ধতা থেকে
কিছুটা হলেও মুক্তি মিলেছে ওই ওয়ার্ডের গৈদারটেক এলাকায়। ওয়াসার খাল দিয়ে
পানি দ্রুত নদীতে যাওয়ায় দীর্ঘদিন পর এমন সবুজ দেখতে পাচ্ছেন এলাকার মানুষ।

তবে ঠিক তার বিপরীত চিত্র চোখে পড়ে শাহ আলীর মাজার থেকে গাবতলীর দিকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই। নিয়মিত পরিস্কার না হওয়ায় খালের স্রোত এখানে নেই বললেই চলে।

নবাবী আমলের গাবতলী জমিদার বাড়ী তার ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই। জমিদার বাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনা, ইনডোরে শিশুদের খেলার ব্যবস্থা করার পাশাপাশি মাদকের আগ্রাসন থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানকে রক্ষা করার কথা জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের বলেন, বুদ্ধিজীবী শহীদ মিনারে একশটা পোল দিয়ে আমি লাইটিংয়ের ব্যবস্থা করেছি। ওখানে মাদকের কথা চিন্তাই করা যায় না।

রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়  সাংসদ।

ঢাকা ১৪ আসনের সাংসদ আসলামুল হক বলেন, ‘প্রতিবছর রাস্তা ভাঙ্গে দশটা দুই কোটি টাকা বাজেট দিয়ে এগুলোর উন্নয়ন করা সম্ভব না।’

ওয়ার্ডের প্রধান সড়কসহ সব গলিতেই এখন আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। কিছু জায়গা বাদে ফুটপাত দখলমুক্ত। তবে নিরাপত্তার স্বার্থে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা বসানোর দাবি ওয়ার্ডবাসীর।