চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক বিদেশীর সেঞ্চুরির দিনে বিজয়ের আক্ষেপ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফিরতি পর্বে দারুণ এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান রাফাতুল্লাহ মোহাম্মদ। তবে এই বিদেশীর শতকের দিনে তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়।

বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে টস জিতে প্রথম ব্যাট করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৪ রান করেছে তারা। দলের হয়ে ১২৫ বলে ১২৮ রান করেন ৪০ বছরের পাকিস্তানি ব্যাটসম্যান রাফাতউল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে আসিফ আহমেদের ব্যাট থেকে। ৩৩ করেন সালমান হোসেন।

রাফাতউল্লাহর শতকের দিনে বিকেএসপিরই তিন নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে মাত্র তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় বিজয়কে। ১০৯ বলে ৯৭ রানে সাজঘরে ফেরেন তিনি। আক্ষেপ আছে গাজী গ্রুপের হয়ে খেলা বিজয়ের সতীর্থ পারভেজ রসুলেরও। দলের হয়ে ৯১ রান করেছেন জম্মু-কাশ্মীরে জন্ম নেয়া এই ক্রিকেটার।

বিজয়-রসুলের দুটি বড় ইনিংসের পর নাদিফ চৌধুরীর করা ৩৪ বলে ৪১ রানে ভর করে ৯ উইকেটে ২৮২ রান করেছে গাজী গ্রুপ।

দিনে অপর ম্যাচে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভাল করতে পারেনি প্রাইম দোলেশ্বর। প্রথম ব্যাট করে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ২০২ রান করেছে তারা।