চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক ধর্ম যাজকের চোখে পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর

১৯৮৬ সালে পোপ জন পলের সফরের ৩১ বছর পর বাংলাদেশে এসেছিলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বাংলাদেশে পোপকে স্বাগত জানাতে রাষ্ট্রীয়ভাবে এবং খৃষ্ট ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছিল।

প্রথমদিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। ১ ডিসেম্বর শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমক্ষে কথা বলন তিনি। সাক্ষাত করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথেও। তিনি বিশপ ও জ্যৈষ্ঠ যাজকদের সঙ্গে সাক্ষাত করেন প্রধান গির্জা পরিদর্শনে গিয়ে। সেখানে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও সর্বজনীন ঐক্য বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

তার এই সফরের বিভিন্ন পর্যায়ে সফর সঙ্গী হয়েছিলেন তার সফরের প্রধান মিডিয়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করা ফাদার কমল কোড়আইয়া, প্রধান ধর্ম যাজক,পবিত্র জপমালা চার্চ, তেজগাঁও, ঢাকা।

চ্যানেল আই অনলাইনের সাথে একান্ত আলাপকালে পোপ ফ্রান্সিসের সফরের বিভিন্ন উল্লেখযোগ্য দিক আলোচনা করেন ফাদার কমল কোড়আইয়া।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টেঃ