চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘একে অপরের পাশেই আছি’, বিচ্ছেদের পর ভিডিও বার্তায় আমির-কিরণ

শনিবার সকালে এক যৌথ বিবৃতিতে আমির খান ও কিরণ রাও ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর জানিয়েছেন। এই খবরে মন ভেঙ্গে গেছে ভক্তদের। আর তাই বিচ্ছেদের পর ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তারা। জানিয়েছেন, সম্পর্ক বদলালেও তারা একে অপরের পরিবার হয়েই থাকবেন।

বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি না একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন আমির-কিরণ। ইন্টারনেটে একটি পাপারাজ্জি একাউন্ট থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে আমির খান বলেছেন, ‘আপনাদের হয়তো খারাপ লেগেছে। ভালো লাগেনি, চমকে গেছেন। আমরা আপনাদের শুধু এটাই বলতে চাই যে আমরা অনেক খুশি এবং আমরা একটি পরিবার। আমাদের সম্পর্কে পরিবর্তন এসেছি। কিন্তু আমরা একে অপরের পাশেই আছি।’

আমির খান আরও বলেছেন, তাদের দুজনের হাতে গড়া পানি ফাউন্ডেশনকে নিজের সন্তানের মতো মনে করেন তারা। আজাদ ও পানি ফাউন্ডেশনের জন্য তারা সবসময়ে পরিবার হয়েই থাকবে।

ভিডিওতে ভক্তদের কাছে দোয়া চেয়ে আমির বলেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময়ে সুখে থাকতে পারি। আমরা শুধু এটাই বলতে চেয়েছি।’

ভিডিওতে আমির খান কিরণের হাত ধরে একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেছেন। বিচ্ছেদের চব্বিশ ঘণ্টা না কাটতেই এমন বার্তায় মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আমির-কিরণের এমন ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

‘লগান’ এর সেটে আমির খানের সঙ্গে পরিচয় হয়েছিল কিরণ রাওয়ের। তিন বছর প্রেমের পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়। ২০১১ সালে তাদের প্রথম সন্তান আজাদের জন্ম হয়।

১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। ২০০২ সালের ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। হিন্দুস্তান টাইমস

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)