চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একাই পুরো ফিল্ম ফেস্টিভ্যাল দেখবেন সুইডেনের নার্স

বিচ্ছিন্ন এক দ্বীপের লাইটহাউজে বসে পুরো ৬০টি সিনেমা দেখার জন্য প্রতিযোগিতায় জিতেছেন সুইডেনের এক নার্স। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ হাজার জনকে পেছনে ফেলে ওই লাইটহাউজে বসে গোটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যালের পুরোটা উপভোগ করবেন তিনি।

মহামারি চলাকালীন সময়ে করোনাভাইরাস ওয়ার্ডে কর্মরত ওই নার্সের আশা, তিনি খুব উপভোগ করবেন। বলেন: পুরোপুরি ভিন্নরকম এক বাস্তবতার অংশ হতে যাচ্ছি।

করোনাভাইরাস মহামারির কারণে উৎসবের আয়োজকরা আয়োজন সঙ্কুচিত করতে বাধ্য হয়েছেন। তবে ওখানে সিনেমা হলে কোনো কিছু দেখানো হবে না, সবগুলো সিনেমা দেখানো হবে অনলাইনে।

আয়োজকরা বলেন, তারা সত্যিকারের সিনেমাপ্রেমী একজনকে খুঁজছিলেন যার কাজ তাকে শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

মিস এনরথ বলেন: মহামারির কারণে নিজের সব শক্তি হারিয়ে ফেলেছেন তিনি। আগামী একটা সপ্তাহ হামনেস্কার দ্বীপের পাটের নোস্টারের লাইটহাউজে থাকবেন একাকী কোনো ধরনের ফোন, কম্পিউটার, বই এবং অন্যান্য যে কোনো ধরনের বিনোদন ছাড়াই।

তিনি বলেন: বাতাস, সমুদ্র মিলে এক ভিন্নরকম বাস্তবতার অংশ হতে যাচ্ছি। খুবই আকর্ষণীয়।

এর আগে শনিবার সকালে তাকে নৌকায় করে ওই দ্বীপে নিয়ে যাওয়া হয়। তিনি নিয়মিত ভিডিও ডায়েরি পোস্ট করবেন বলে জানিয়েছেন।

ফেস্টিভ্যালের সিইও মিরজা ওয়েস্টার বলেন, মহামারির সময়ে স্বাস্থ্যসেবায় কর্মরত অনেক হিরোদের একজনকে এই অনন্য সুযোগ দিতে পেরে খুব ভালো লাগছে।