চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একনেক সভায় ১০টি প্রকল্পের অনুমোদন

একনেক সভায় নতুন ও সংশোধিত ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৮শ’ ৩০ কোটি ৯২ লাখ টাকা। ব্যয় ও সময় বেড়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ এবং কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পসহ মোট তিনটি প্রকল্পের।

২০১৫-২০১৬ অর্থ বছরের ১৮তম এবং বর্তমান সরকারের ৬৪তম একনেক সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন ৭টি প্রকল্প অনুমোদনের কথা। তার মধ্যে রংপুর জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সবচেয়ে বেশি। এছাড়াও দুই জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং শহীদ কামরুজ্জামানের নামে নেওয়া হয়েছে হাসপাতাল এবং টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের প্রকল্প।

মন্ত্রী বলেন, প্রকল্পের আয়তন বৃদ্ধিসহ বিভিন্ন কারণে ৩টি প্রকল্পের সংশোধন করে ব্যয় বৃদ্ধি অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তেঁজগাওয়ে আর কোনো নতুন সরকারী বা বেসরকারী শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেয়া হবেনা।