চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এইচএসসিতে পাসের হার ৬৮.৯১, জিপিএ-৫ এ ধস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। দেশের সবগুলো বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ। যা  গত বছরের তুলনায় ৫.৭৯ শতাংশ কম। আটটি বোর্ডের পাসের হার ৬৬.৮৪ শতাংশ।

ব্যাপকভাবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। আগের বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ২৫ হাজার ৩৪। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ’ ৪২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৫৮ হাজার ২৭৬ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.২ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮শ’ ১৫। কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৩৩ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

শেষ খবর পর্যন্ত রাজশাহী বোর্ডে পাসের হার ৭১.৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৬৫.৪৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। বরিশাল বোর্ডের পাসের হার ৭০.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮শ’১৫ জন। সিলেট বোর্ডের পাসের হার ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭’শ জন।

এবছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩২টি।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার খাতা এবার সঠিকভাবে দেখা হয়েছে বলে আমরা খুবই আনন্দিত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: