চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বিমান প্রতিমন্ত্রী যা বললেন

বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন: উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টার ঘটনা কিভাবে সংঘটিত হলো তা তদন্তের পরই বলা যাবে।

এমনকি যে পিস্তলের মুখে যাত্রী ও ক্রুদের জিম্মি করার চেষ্টা করা হয়েছিলো সেটিও পিস্তল নাকি খেলনা পিস্তল তা জানা যাবে তদন্তের পরে।

সোমবার দুপুরে বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস বিফ্রিং করেন। এসময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন: বিমানবন্দরে সব ধরনের নিরাপত্তা ধাপ পার করেই সে বিমানে উঠে।  অন্যদের যেখানে স্ক্যান হয়, সেখানে তাকেও স্ক্যান করা হয়। তার ব্যাগটিও স্ক্যান করা হয়। কিন্তু সেখানে কোনো লালবাতি জ্বলেনি। ফলে বোঝা যায়নি ভেতরে কিছু আছে।

মাহবুব আলী জানান: পাইলট আকাশে বুঝতে পারে এমন ঘটনা ঘটতে যাচ্ছে। পরে তিনি এয়ারপোর্ট ম্যানেজারকে জানান। তিনি তখন সংশ্লিষ্ট অন্যদের জানান। সাথে সাথে সবাই প্রস্তুত হয়ে যায়। বিমান তখন থেকে ঘিরে রাখা হয়।