চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দিচ্ছে বিএনপি

ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দিচ্ছে বিএনপি।

আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি আসন্ন উপ নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে বলে গুলশানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তবে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০ প্রণয়ন, নির্বাচনী আইন-আরপিও সংশোধনী এবং স্থানীয় সরকার নির্বাচনী আইন প্রণয়নের যে উদ্যােগ নির্বাচন কমিশন নিয়েছে তা প্রত্যাখান করছে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই মুহূর্তে এ ধরনের উদ্যােগ অপ্রয়োজনীয়, হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, এই উদ্যােগ মূলত সরকারকে চিরস্থায়ী ক্ষমতায় রাখতে করা হচ্ছে। এ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন-ই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।