চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন: ভোটাররা যত সচেতন হবেন নির্বাচনও তত সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনের আয়োজনে প্রথমবারের মতো ১লা মার্চ ‘ভোটার দিবস’ পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন: উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে প্রথম বারের মতো ‘ভোটার দিবস’ উদযাপন। ‘ভোটার হব, ভোট দেব’ প্রতিপাদ্যের এই আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দেশের সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি দিবসটিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূলেও পালনের পরামর্শ দেন।

বেশ কয়েকটি দেশের প্রবাসীরা ভোট দিতে পারে উল্লেখ করে প্রবাসীদের ভোটধিকার নিয়েও নিজের অবস্থান জানান রাষ্ট্রপতি।

১লা মার্চ থেকে ভোটার হালনাগাদ করার লক্ষ্য থাকলেও এবারে উপজেলা নির্বাচন থাকায় এপ্রিলের ১ তারিখ থেকে সেই কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে দুর্গম হাওর, চরাঞ্চল এবং পাহাড়ী অঞ্চলের নাগরিকগণের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের আহ্বান জানান আবদুল হামিদ।