চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি, ১৫ নাটক

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা…

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

চ্যানেল আইয়ে ৭ সিনেমা

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত।
যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: এদিন দর্শক দেখবেন সময়ের আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয় করেছেন আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।

ঈদের ২য় দিন: চলচ্চিত্র ‘ন ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। সার্ফিং নিয়ে দেশের আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।

ঈদের ৩য় দিন: এদিন রয়েছে ছবি ‘গণ্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: এদিন দর্শক দেখবেন ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। এতে অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।

ঈদের ৫ম দিন: চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। এতে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: ঈদ আয়োজনে শেষ চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।

সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১০ টেলিফিল্ম

ঈদের দিন: টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। নাজিম উদ দৌলার গল্পে টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা নাহিদুল ইসলাম ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে দেখানো হবে টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৫ম দিন: রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

একই দিনে আছে আরেক টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনোভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একই দিন সাড়ে চারটায় রয়েছে টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশাররফ করিম, চমক, রাফাত প্রমুখ।

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

ঈদের দিন: নাটক ‘হারাধনের একটি বাগান’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। গল্প রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন: কমেডি নাটক ‘প্রশ্রয়’ প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে। রচনা রুম্মান রশিদ খান, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, মেহজাবীন চৌধুরী, মিলি বাশার, অবিদ রেহান প্রমুখ।

নাটক ‘শুরুটা সুন্দর’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান অরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন: নাটক ‘বয়স একটি সংখ্যা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সারওয়াত আজাদ বৃষ্টি, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘এ্যারেঞ্জ ম্যারেজ’। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাফা কবীর, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘স্টেশন’। রচনা ও পরিচালনায় তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাফা কবীর প্রমুখ। নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘প্রিয় শুভ্রা’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে তানজিন তিশা, খায়রুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন: নাটক ‘চাইছি তোমার ভালোবাসা’। রচনা ও পরিচালনায় আদিত্য রুপু। অভিনয়ে জোভান, সালহা খানম নাদিয়া, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। নাটক ‘বরফ গলা গরম’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে চিত্রনায়ক রিয়াজ, জাকিয়া বারী মম, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: ‘হারানো বিজ্ঞপ্তি’। দিলরুবা রুবির রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদেক সাব্বির। অভিনয়ে শ্যামল মাওলা, তমা মির্জা, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘ব্লাইন্ড স্পট’। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমী। অভিনয়ে সাফা কবির, ইফতেখার আহমেদ ফাহমী প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

ঈদের ৭ম দিন: ‘ফরেইন গার্ল’। রচনা ও পরিচালনায় নাজমুল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, চমক, আবির, প্রীতম প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।

ওদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘প্রেম কাহিনী’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে রিফাত চৌধুরী, সাদিয়া আয়মান, শাওন, জীবন, কচি খন্দকার প্রমুখ।