চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে ঘরমুখো মানুষের ঢল

ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছ মানুষ। বাস টার্মিনাল এবং ট্রেন স্টেশনে তাই ঘরমুখো মানুষের ঢল। নির্ধারিত সময় মেনে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও কিছুটা বিলম্বে ছাড়ছে দূরপাল্লার সব বাস।

ঈদের দিনগুলোতে পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে নানা ঝুট ঝামেলা পেরিয়েই ট্রেন, বাস ও লঞ্চে গ্রামের পরিবারের কাছে যাচ্ছে ঢাকার মানুষ।

সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলো তাই যাত্রীদের পদচারণায়। কেউ অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য আবার কেউবা ব্যস্ত বাড়ি ফেরার চলতি টিকিট সংগ্রহে।

ঢাকার জ্যাম ঠেলে টার্মিনালে পৌঁছাতে কিছুটা বিলম্বে গাড়ি পেলেও খুশি বাড়ি ফেরা মানুষেরা। মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতে আছে পরিবহন কর্তৃপক্ষও।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর ছেড়ে গেছে ২৮টি ট্রেন। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরা উচ্ছাস প্রকাশ করেছেন। যাত্রীদের সহযোগিতা পেলে ঈদের আগ পর্যন্ত শিডিউল ঠিক রাখার আশ্বাস দিয়েছে রেলওয়ে।

বুধবার থেকে শুরু হবে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস। সরকারি ছুটি থাকায় এদিন ট্রেনে বেশি যাত্রী থাকবে বলে মনে করছে রেলওয়ে।