চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের পর দেশজুড়ে ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গুপ্তহত্যা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে
তার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে ১ ঘণ্টা মানবন্ধন করেছে ১৪ দল।

নেতারা
বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। আগুন সন্ত্রাস
যেভাবে দমন করা হয়েছিল, সেভাবেই গুপ্তহত্যা বন্ধ করবে সরকার।

জঙ্গিবাদী
তৎপরতার বিরেুদ্ধে ঈদের পর ১৫ জুলাই থেকে ২১ জুলাই এক সপ্তাহ দেশজুড়ে
গণপ্রতিরোধ সপ্তাহ পালন করবে ১৪ দল।

গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাতে হাত রেখে গুপ্তহত্যার বিরুদ্ধে অবস্থান নেয় আওয়ামী লীগসহ ১৪ দল। সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ছাড়াও ছিলো বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ।

১৪ দলের সঙ্গে সংহতি প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাবেক বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এবং এখন ২৬ দলের জোট বিএনএ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ক্ষমতার জন্য নির্বিচারে মানুষ হত্যা করতে খালেদা জিয়া কুন্ঠা বোধ করছেন না।

১৪ দল নেতারা বলেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক এবং উন্নত করে গড়ে তোলা হবে।

দেশে যে গুপ্তহত্যা হচ্ছে তা বিএনপি-জামায়াত করছে উল্লেখ করে এর বিরুদ্ধে যেসব কর্মসূচি দিয়েছিল ১৪ দল তার মধ্যে ছিল রাজধানীসহ সারাদেশে মানববন্ধন।