চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের টেলিছবিতে চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি!

ঈদ অনুষ্ঠানমালায় টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইয়ে…

পুরুষ মানুষের বয়স ৪০ হলেই নাকি ভীমরতি শুরু হয়! তখন স্ত্রীরাও তাদের স্বামীদের নানাভাবে সন্দেহ করতে থাকে। কোথাও গেলে সন্দেহ করে, বাইরে থেকে ঘরে ফিরলে সন্দেহ করে, এমনকি স্বামী ফেসবুকে কার সঙ্গে চ্যাট করছে, কাকে লাইক-কমেন্ট দিচ্ছে এ নিয়েও নানাভাবে বাঁকা চোখে দেখেন স্ত্রীরা।

এমন তিনজন চল্লিশোর্ধ্ব স্বামীর ভীমরতি ও তাদের স্ত্রীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ‘নটি ফোর্টি’। এ নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। যিনি এরআগে ‘স্বর্ণমানব’ নাটক লিখে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

আর নাটকটির পরিচালনায় আছেন ‘কলুর বলদ’-খ্যাত নির্মাতা সাজ্জাদ সুমন। নির্মাতা জানালেন, ‘নটি ফোর্টি’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ-তানিয়া আহমেদ, ফারুক আহমেদ-রোজি সিদ্দিকী, রওনক হাসান-অহনা।

বা থেকে তানিয়া আহমেদ, রোজি সিদ্দিকী ও অহনা

নির্মাতা আরো জানান, চল্লিশোর্ধ্ব পুরুষদের ভীমরতির সঙ্গে সঙ্গে তাদের মনস্তাত্বিক বিভিন্ন দিক নাটকে তুলে ধরা হবে।  ‘নটি ফোর্টি’ পুরোপুরি কমেডি নাটক নয়। কমেডি, ফ্যান্টাসি, নাটকীয়তা সবকিছুই থাকবে।

সাজ্জাদ সুমন বলেন, বর্তমানে এ নাটকের শুটিং চলছে। শেষ হতে লাগবে আরও দু-দিন। চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় ‘নটি ফোর্টি’ প্রচার হবে।