চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের ছুটিতে দেখতে পারেন ভিন্ন স্বাদের যে দশ নতুন ছবি

করোনাভাইরাসের কারণে বাইরে যাওয়ার সুযোগ কম। তাই এবারের ঈদের ছুটিটা অনেকেরই কেটে যাবে বাড়িতেই। ঈদের ছুটিটা উপভোগ করতে বাড়িতে বসেই দেখে ফেলতে পারেন ভিন্ন স্বাদের কিছু ছবি। তেমনই দশ নতুন ছবি সম্পর্কে জেনে নিন:

দ্য হোয়াইট টাইগার (নেটফ্লিক্স): একটা দেশের মধ্যে থাকে দুটো পৃথক দেশ- একটা ইন্ডিয়া,অন্যটা ভারত। এই দুইয়ের মাঝে একটা লম্বা বিভেদ রেখা টেনে দিয়েছে কোনও মানুষের আর্থিক অবস্থান। ভারতীয় সমাজব্যবস্থায় ধনী-দরিদ্রের মাঝের এই শ্রেণীবৈষম্য নিয়েই প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং নবাগত আদর্শ গৌরবের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’।

দ্য ডিগ (নেটফ্লিক্স): জন প্রেস্টনের ২০০৭ সালের উপন্যাস অবলম্বনে সিমন স্টোন তৈরি করেছেন ‘দ্য ডিগ’ ছবিটি। ক্যারে মুলিগান ছবির মূল চরিত্রে আছেন। আরও আছেন রাফ ফিনেস।

পালমার (অ্যাপল টিভি): ফিশার স্টিভেন্স পরিচালিত এই ছবির মূল চরিত্রে আছেন জাস্টিন টিম্বারলেক। ১২ বছর জেল খেটে সমাজে ফেরেন তিনি। ঘটনাক্রমে স্যাম নামের একটি ছেলের অভিভাবক হয়ে ওঠেন।

‌দ্য মৌরিতানিয়ান (অ্যামাজন প্রাইম ভিডিও): কেভিন ম্যাকডোনাল্ড পরিচালিত ছবিটি নির্মিত হয়েছে মোহামেদু ওলদ স্লেহির ২০১৫ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘গুয়ানতানামো ডায়েরি’র ওপর ভিত্তি করে। কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই মৌরিতানিয়ার এই ব্যক্তিকে মার্কিন সরকার দুর্গম গুয়ানতানামো বে কারাগারে ১৪ বছর আটকে রাখে। স্লেহির চরিত্রে অভিনয় করেছেন তাহার রাহিম।

রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন (ডিজনিপ্লাস): অ্যানিমেটেড ছবি ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’র গল্পে দেখা যাবে, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানুষ ও ড্রাগন মিলেমিশে বাস করত। একসময় অশুভ শক্তির হুমকিতে পড়ে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল ড্রাগনেরা। এর ৫০০ বছর পর সেই একই শত্রু আবারো ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী ও বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তি ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর।

নোবডি (অ্যামাজন প্রাইম ভিডিও): অভিনেতা বব ওডেনকির্ককে এই ছবিতে দেখা যাবে একজন সাবেক খুনির চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার।

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ (অ্যামাজন প্রাইম ভিডিও): সাকা কিং পরিচালিত ছবিটি আমেরিকান অ্যাকটিভিস্ট ও সমাজকর্মী ফ্রেড হ্যাম্পটনকে নিয়ে। মূল চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল কালুইয়া।

জ্যাক স্নাইডার্স জাস্টিস লিগ (এইববিও ম্যাক্স): ‘জাস্টিস লিগ স্নাইডার কাট’-এ বেশ কয়েকজন ডিসি কমিকস সুপারহিরোদের প্রথমবারের মতো পর্দায় একত্রে দেখা গেছে। বিস্তারিত জানা গেছে সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, দ্য ফ্ল্যাশ, অ্যাকোয়াম্যান ও সাইবর্গ সম্পর্কে। এ ছাড়া, তাদের শত্রু স্টেপেনউলফের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও সিনেমাতে পাওয়া গেছে। সিনেমাটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেক, সুপারম্যান চরিত্রে হেনরি ক্যাভিল ও ওয়ান্ডার ওম্যানের চরিত্রে গাল গ্যাদোত অভিনয় করেছেন।

দ্য ফাদার (অ্যামাজন প্রাইম ভিডিও): ‘দ্য ফাদার’ ছবিতে অভিনয় করেছেন অ্যান্থনি হপকিংস। ‘অ্যান্থনি’ নামের এক বয়স্ক ব্যক্তির চরিত্রে তাকে দেখা গেছে যিনি ‘ডিমেনশিয়া’ রোগে ভুগছেন। অলিভিয়া কোলম্যান অভিনয় করেছেন তার মেয়ে ‘অ্যানে’র চরিত্রে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন ফ্লোরিয়ান জেলার। ছবিটির মাধ্যমে পরিচালনাতেও অভিষেক হয়েছে তার।

দৃশ্যম টু (অ্যামাজন প্রাইম ভিডিও): জিতু জোসেফ পরিচালিত মালয়ালম ছবি ‘দৃশ্যম টু’ ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ সিনেমার দ্বিতীয় কিস্তি। মূল চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল।