চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের আগেই হেড কোচ পাচ্ছে বাংলাদেশ

জাতীয় দলের হেড কোচ নিয়োগের প্রক্রিয়া দৃশ্যমান হয়েছে বুধবার। ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে এদিন বিসিবি কর্তাদের কাছে সাক্ষাতকার দিয়ে গেছেন সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। উপস্থাপন করেছেন কর্মপরিকল্পনা। সন্ধ্যায় বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রোটিয়া কোচের ভাবনায় সন্তুষ্ট হওয়া গেছে।

সেজন্য অবশ্য এখনই সবুজ সংকেত দিচ্ছে না বিসিবি। বোর্ড কর্তাদের পছন্দের তালিকায় আছেন আরও দুই কোচ। ঈদুল আজহার আগেই নেয়া হবে তাদের সাক্ষাতকার। জালাল ইউনুস আশাবাদী, ঈদের আগেই হেড কোচ নিয়োগ দিতে পারবে বিসিবি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিসিবির এই পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, কয়েকজন কোচ আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা তাদের সঙ্গে কার্যক্রম শুরু করে দিয়েছি। আজ ছিলেন সাউথ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। উনি ইন্টারভিউ দিয়ে গেছেন। আমাদের হাতে আরও দুই-একজন আছেন। তাদের সাথেও যোগাযোগ করছি। তারা তিন-চার দিনের মধ্যে আসবেন এবং ইন্টারভিউ দেবেন। তাদের নাম আমরা বলছি না এই মুহূর্তে।’

‘উনি (ডমিঙ্গো) বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে নিজের ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে কাজ করতে পারবেন, পারফরম্যান্স কীভাবে হবে, সব কিছু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। আমি বলবো, এটা বিসিবির জন্য সন্তোষজনক ছিল। তবে এটাই শেষ নয়। আরো কয়েকজন আছে। তাদের সাথেও আমরা কথা বলবো। আমাদের হাতে তিনজনের নাম আছে। আরো দুইজন বাকি। এই তিনজনের মধ্য থেকেই আমরা কাউকে বেছে নেব।’

রাসেল ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। সহকারী কোচ হিসেবেও ছিলেন অনেকদিন। তার কোচিং ক্যারিয়ার সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘উনি খুবই পেশাদার কোচ। তার কর্মপরিকল্পনা ভালো ছিল। সাউথ আফ্রিকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। সব মিলিয়ে তিনি উপযুক্ত একজন। আমরা সবাইকে (তিনজন) নিয়ে চিন্তা করবো। তারপর সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। আর স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। জাতীয় দলের হেড কোচের জন্য এখন অপেক্ষা। স্টিভ রোডসের উত্তরসূরীর প্রথম অ্যাসাইনমেন্ট হবে সেপ্টেম্বরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ।