চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইহুদিদের উপসনালয়ে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবার্গে ইহুদিদের উপসনালয়ে (সিনাগগ) বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬ পুলিশ সদস্য।

আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে প্রার্থনা চলার সময় একজন বন্দুকধারী ট্রি অব লাইফ সিনাগগে ঢুকে কয়েকশ’ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। ওই সময় ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।যুক্তরাষ্ট্র-ইহুদি উপাসনালয়-উপাসনালয়ে বন্দুক হামলা

হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপাসনালয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্দেহভাজন বন্দুকধারীকে সনাক্ত করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী। তার নাম রবার্ট বোয়ার্স। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তিকে আহত অবস্থায় পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

হামলার পেছনের কারণ এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। তবে বন্দুকধারী ইহুদিবিরোধী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটিও হামলার উদ্দেশ্য হতে পারে। এ কারণে তদন্তের সময় ঘটনাটিকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইহুদি উপাসনালয়-উপাসনালয়ে বন্দুক হামলা
সন্দেহভাজন রবার্ট বোয়ার্স

বন্দুক হামলার ঘটনাকে ‘বিদ্বেষমূলক আচরণ’ উল্লেখ করে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।