চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরান থেকে মুক্ত নাজানীন জাঘারি যুক্তরাজ্যে ফিরছেন

ইরানে প্রায় ছয় বছর বন্দী জীবন শেষে মুক্তি পেয়েছেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজানীন জাঘারি র‌্যাটফ্লিক। তিনি এখন যুক্তরাজ্যে ফিরছেন।

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নাজানীনের এলাকার আইনপ্রণেতা। তিনি বিবিসি’কে নাজানীনের যুক্তরাজ্যে ফেরার পথে থাকার খবর নিশ্চিত করেছেন। বলেন, তারা তেহরান বিমানবন্দরে রয়েছেন।

জাঘারি র‌্যাটফ্লিক তার স্বামী এবং সাত বছর বয়সী কন্যার কাছে ফিরছেন।

ইরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হয়েছিলেন নাজানীন জাঘারি। এছাড়াও আনুশেহ আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন। উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নাজানীনের স্বামী রিচার্ড র‍্যাটফ্লিক বলেছেন, একটি নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে।

অন্যদিকে আনুশেহ আসুরির পরিবার বলেছে, তারা নাজানীন জাঘারির মুক্তিকে স্বাগত জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি আনন্দিত; এই দম্পতি বছরের পর বছর আটক থাকার পরে আবার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পারবে।

ইরানের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হয়েছিলেন নাজানীন জাঘারি র‍্যাটফ্লিক। অন্যদিকে আনুশেহ আসুরি গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন।

নাজানীনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন। তবে তিনি তা বরাবরই অস্বীকার করেছেন।