চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইরফানের ‘ফিনিশ লাইন’ অসময়ে এসেছে, তবে ও ভালো খেলেছে: সুতপা

পুরো বলিউডকে স্তব্ধ করে দিয়ে ২০২০ সালের এপ্রিলে চলে গেছেন ইরফান খান। তার মৃত্যুতে বলিউডে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়। সম্প্রতি গোয়ায় আয়োজিত ভারতের ৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইরফান খানের স্মরণে তার ছবি ‘পান সিং তোমার’ ছবি প্রদর্শন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সুতপা ও ছেলে বাবিল।

সুতপা বলেন, ‘ইরফানের চোখে স্বপ্ন ছিল। এটি একটি বিশেষ মুহূর্ত, ইরফানকে সম্মান জানানো হয়েছে। এখানে আসতে পেরে আনন্দিত। ইরফান চলে যাওয়ার পর এই প্রথম শহরের বাইরে এলাম।’

তিনি আরও বলেন, ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সঠিক ছবি নির্বাচন করেছে। কারণ এই ছবি একটি নির্দিষ্ট বর্ণের কথা বলে।’

“ইরফানের ‘ফিনিশ লাইন’ অসময়ে এসেছে, তবে ও ভালো খেলেছে। আমরা ইরফানকে নিয়ে গর্বিত”, যোগ করেন সুতপা।

বলিউডে ইরফান খান তিন দশক ধরে কাজ করছেন। এরমধ্যে ৫০ এর বেশি হিন্দি ছবি, আঞ্চলিক ছবি ও হলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। সিনেমায় সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ইরফান খানকে পদ্মশ্রী দেয়া হয়। কইমই