চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইভ্যালির বিভাগীয় প্রধান কার্যালয় বন্ধ

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের গ্রেপ্তারের পর প্রতিষ্ঠানটির ধানমন্ডির বিভাগীয় প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।

তবে পণ্য কিনতে গিয়ে প্রতারিত গ্রাহকদের অনেকেই ক্ষতিপূরণ দাবিতে ওই ভবনের সামনে যাচ্ছেন।

ধানমন্ডি ১৪ নম্বর রোডের ইভ্যালি কার্যালয়ে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বাড়ানো হয়েছে ভবনের নিরাপত্তা। দুপুর বারোটার দিকে ফেসবুক গ্রুপে এক বার্তায় অফিসের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভবনের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, ইভ্যালির কার্যালয় সকাল থেকেই বন্ধ রয়েছে।

পণ্যের অর্ডার করেছিলেন এমন ক্রেতাদের কেউ কেউ খোঁজ নিতে আসেন ধানমন্ডির ইভ্যালি কার্যালয়ে। পণ্যের বদলে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে ব্যাংক চেক দেয়া হলেও তাতে টাকা মেলেনি।

ইভ্যালির মত ই-কমার্সের নামে যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করছে তাদের ক্ষেত্রে সতর্কভাবে লেনদেন করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। এ ধরনের সাইটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।