চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইপিএলে জমে গেল প্রথম চারের লড়াই

বছরের শেষটা জয় দিয়ে করলেও, নতুন বছরের শুরুটা কিন্তু ভালো হয়নি চেলসির। ঘরের মাঠে সাউথাম্পটনের সঙ্গে গোলশূন্য শেষ করে তারা। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে জমে গেছে প্রথম চারের লড়াই। সারা ম্যাচে আধিপত্য রাখলেও, গোলের দরজা খুলতে পারেনি লন্ডনের ক্লাবটি। সুযোগ পেয়েছিলেন তাদের তারকা খেলোয়াড় আলভারো মোরাতা কিন্তু দলকে জয় এনে দিতে ব্যর্থ তিনি।

অন্যদিকে ম্যাচে বেশ নজর কাড়লেন সাউথাম্পটনের গোলকিপার অ্যানগাস গান। দলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন তিনি।

চেলসি ড্র করলেও, অ্যাওয়ে ম্যাচে বছরের শুরুটা ভালোই করেছে ম্যানইউ। সারা ম্যাচে আধিপত্য রেখে জয়। তারা হারয়ে নিউক্যাসল ইউনাইটেডকে। গোল করেন রোমেলো লুকাকু এবং মার্কাস রাশফর্ড। নতুন কোচ ওলে গানারের অধীনে পরপর চার ম্যাচ জয় পেল তারা। ফলে প্রথম চারের লড়াইয়ে চাপ বাড়াচ্ছে রেড ডেভিলরাও।

২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। অন্যদিকে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ।