চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইন্টার্নদের ধর্মঘটে অচল পশ্চিমবঙ্গের চিকিৎসা সেবা

লাঞ্ছনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।

সেখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের প্রতিবাদে ধর্মঘট শুরু হলেও পরে তা পুরো রাজ্যেই ছড়িয়ে পড়ে।

বুধবার রাজ্যের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। শুধু বহির্বিভাগের ধর্মঘটের কথা বলা হলেও সার্বিকভাবে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

কোনো কোনো হাসপাতালের জরুরি বিভাগেও কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজ্য সরকার ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও ধর্মঘট চলছে।