চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইনিয়েস্তার পর অবসরে পিকে

বিশ্বকে অবাক করে বিশ্বকাপের দ্বিতীয়পর্ব থেকেই ছিটকে গেছে ২০১০’র বিশ্বজয়ী স্পেন। তারপরই যুদ্ধে পরাস্ত হতাশ সৈনিকের মতো দেশের জার্সি খুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার একই পথে হাঁটলেন বিশ্বজয়ী দলের আরেক সদস্য জেরার্ড পিকেও৷ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার।

দেশের হয়ে ১০২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার এই তারকাG কিন্তু রোববার বক্সের মধ্যে তিনি যেভাবে হ্যান্ড বল করেন, তার জন্য এখনও স্প্যানিশরা ক্ষমা করতে পারছেন না পিকেকে। তার ভুলেই পেনাল্টি থেকে গোল শোধ করে দেয় রাশিয়া। সেটা নাহলে হয়তো এত তাড়াতাড়ি বাড়ি ফেরার বিমানে চড়তে হত না ইনিয়েস্তাদের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শেষ ষোলোয় বিশ্বকাপ অভিযান হতেই অবসর ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন তারকা হ্যাভিয়ের মাশ্চেরানো।

তবে বিশ্বকাপ শুরুর আগেই ইনিয়েস্তা জানিয়ে দিয়েছিলেন, লাল-সোনালি জার্সি গায়ে এটাই তার শেষ টুর্নামেন্ট৷ এবার এ দলে আর দেখা যাবে না পপস্টার শাকিরার স্বামীকেও। ২০১০-এর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনিও। বিদায়বেলায় পিকের আক্ষেপ একটাই। শেষটা ভালো হল না।