চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইতিহাস গড়ে যা বললেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয় আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে কমলা হ্যারিস বলেছেন, যা হয়েছে শুধু তাই নয়, যা হতে পারে আমরা সেটাও দেখি।  আমরা চাঁদের ছবি তুুলি, পরে সেটাতে পতাকা বসাই।

তিনি আরো বলেন, আমরা সাহসী, কৌতুহলী এবং উচ্চাভিলাষী। আমরা করবো জয়-এমন বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ নেই।

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো করেই কমলা বলেন, আমেরিকাকে এখন সংকটের বাইরে গিয়ে দেখতে হবে এবং একত্রিত হতে হবে।

ক্যালিফোর্নিয়ার সাবেক এই সিনেটর শপথ গ্রহণের পর সবার উদ্দেশে একটা কথাই বলেছেন, সেবা দেওয়ার জন্য প্রস্তুত।

নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের সরকারি অ্যাকাউন্টেও একই কথা বলেন ৫৮ বছর বয়সী কমলা।

অ্যাটর্নি হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন কমলা। তিনি প্রথম ভারতীয় আমেরিকান নাগরিক ও কৃষ্ণাঙ্গ যিনি মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১০ সালে তিনি যখন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন তখনও তিনি প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল ছিলেন।